গোয়েন্দা শাখা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মদ উদ্ধার

12th August 2021 6:27 pm অনান‍্য
গোয়েন্দা শাখা ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মদ উদ্ধার


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) :  উত্তর জেলার গোয়েন্দা শাখার কর্মী এবং কদমতলা থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল  পরিমাণ বিলাতি মদ উদ্ধার করলো কদমতলা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা শাখার কর্মীরা এবং কদমতলা থানার পুলিশ লালছড়া ও নতুন বাজার মূল সড়কের উপর উৎ পেতে বসে ছিল।সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসার সাথে সাথে নতুনবাজার এলাকায় টি আর ০৫ -৪৬৩৮ নাম্বারের একটি স্কুটি করে বিলেতি মদ নিয়ে আসছিল এক ব্যক্তি। পুলিশ তাকে দেখেই ধাওয়া করলে চালক স্কুটি ফেলে চলে যায়।কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে স্কুটি সহ বিলাতি গুলি থানায় নিয়ে আসে। ২৬০ বোতল  বিলাতী মদ উদ্ধার করতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা হবে বলে জানান ওসি কৃষ্ণধন সরকার। উনি আরো জানান,কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।  স্কুটির চালক রানা প্রতাপ দাস বলে জানা গেছে ।তার বাড়ি নতুন বাজার এলাকায়।গোটা অভিযানের নেতৃত্ব ছিলেন কদমতলা থানার এস আই অপু দাস।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।